০৫ জুলাই ২০১৬

কৌশক গাঙ্গুলি

দুটি কবিতা

 ক.
দলতন্ত্রের দীর্ঘমেয়াদী
জীবনে খালি রঙ বদলায় । প্রতিবাদ এখন আমবাতের মতন চুলকায় , ক্ষমতায় যেই থাকে , সেই রাবণ হয়ে যায় ! উন্নয়ণ ঢপে হোঁচট খায়  যাত্রাদলের বিবেক মাষ্টার.... গাঁজা ,মদ না । দাঙ্গা বা রেপ নয় , অরাজক মাতৃভূমি না , শুধু গণতন্ত্রের আর কথা বলার স্বাধীনতা চাই ।

খ.
সক্রেটিস বলেছিলেন তিনি  জানেন ; তিনি কিছুই জানেন না আর এদিকে চায়ের দোকান বেঞ্চিতে আলোকিত করে বসা সবজান্তা পবিত্র পাপীরা । রাস্তায় কুকুর ,কাক ও আবর্জনা বাড়ছে আর এদিকে কাজের বদলে অকাজ , শান্তির বদলে সন্ত্রাস , উন্নয়ণের বদলে করের টাকায় খয়রাতি বাড়ছে , আমাদের বেগুন ভবিষ্যতে শুধুই অন্ধকার .....





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন