০৫ জুলাই ২০১৬

গার্গী মুখার্জী

বৃষ্টি ভেজা

বৃষ্টি ভেজা আর্দ্র দিনের সকালবেলা
বুকেরমাঝে অঝোর ধারা করছে খেলা।  
বুকফাটা মাঠ শুকনো পাতা ভিজে
প্রাণ পেয়ে সে নাচছে নিজে নিজে।
নাচের তালে মাতিয়ে আপন পর 
ভাঙা বুকে কেউ গড়ে নতুন ঘর।
জলখেলা নদীর বুকে প্রাণের দোলা
বাউল ভোলায় ভুবন হয় আত্মভোলা।
বৃষ্টি সুখে মন ভিজে যায় বৃষ্টিবেলা 
প্রাণে লাগে প্রাণের পরশ বৃষ্টি খেলা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন