২৩ মে ২০১৯

শান্তা কর রায়

ধাৎ

চোখে নিমফল দেওয়ার পর সাপ ভেসে ধেড়াচ্ছে আকাশে বাতাসে । আজ আবার পরিবেশ নিয়ে ভাবনা । গাছ খেদাও শ্লোগান বেশি, কার বাড়ি পাশের বাড়ির জাম কালো করলো!!  কার ছেলে দারুণ রেজাল্ট করেছে গাছ কেটে পিকনিক!! আর কার ছাদে নিমপাতা পড়েছিলো!! দাও ছেটে দুশো বছরের গাছটাকে। দিনে মিছিল রাতে সোমরস আর ছিলিম তৈরি । সব শালা শিবের চ্যালা, আর তাঁকে ধেড়ানো চোখের কল্যাণে অমরেশ পুরি মনে হচ্ছে!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন