২৫ মে ২০১৯

শুভ চক্রবর্তী

দৃশ্য-পট


                     ১
দীর্ঘ রাত্রির প্রতীক্ষায় ছিলাম-
                                    সহস্র যুগ...

তোমার শীর্ণ গুল্মলতায় অশ্রু পড়ছে চুঁয়ে;
ছায়ায় ছায়ায় বাঁধা আছে নক্ষত্রের পথ।

হে তিমির জলযান স্তব্ধ হও,
সম্মুখে প্রস্তাব প্রসঙ্গ রাখো।
                     ২
জীর্ণ প্রণয়ীর সাজে সেজে উঠুক উৎসব...

বসন্তের মত বাক্যালাপ করো
অনন্ত কক্ষপথ গ্রন্থিত
                       তোমার কণ্ঠে,
রুদ্র পলাশ ফুটে আছে
              তোমার মেদুর খোপাগুচ্ছে,

                                   স্নিগ্ধ সমীরণ
তোমার ধুলোময় হৃদয় হাতড়ে  ফিরে যায় নিশীথ সূর্যের দেশে।

তোমার বক্ষে 'গন্ধর্ব কবিতা গুচ্ছ' লিখেছেন স্বয়ং ব্রহ্মা…

                     ৩
তারই কিছু যখন পাঠ করি,
সেই মুহূর্তে থমকে যায় রাত!
চরাচর জুড়ে শুধু ম্লান জ‍্যোৎস্না আভা;
আতরের সুগন্ধ তোমার নিশ্বাসে...

উত্তাল মৃদঙ্গ-এ নাচে
              রুদ্র ভৈরব ;

শিশির ভেজা ঘাসে সমাহিত হওয়ার সময়ও ক্রমে ঘনীভূত হয়...

                      ৪
উদ্বায়ী প্রেম হৃদয়-এর জ্বালা সরিয়ে ক্রমে নেমে যায় নাভিমূলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন