২৫ মে ২০১৯

গার্গী মুখার্জী

গরমাগরম

টাক ফাটা রোদ্দুর
আকাশটা গনগন,
ঘামে ভিজে যায় জামা
মাথা করে টনটন ।

হাঁসফাঁস করে প্রাণ
বুক করে ধকধক,
পেট পূজো লাটে তুলে
জল খাও ঢকঢক ।

ছায়া থেকে বের হলেই
মাথা ঘোরে বনবন,
হই যদি অচেতন
জল ঢেলো টন টন।

পাখা ঘোরে বনবন
তবু নেই কোনও সুখ,
কারেন্টটা থাকবে তো
বুক করে ধুকপুক ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন