২৫ মে ২০১৯

খুশবু আহমেদ

চাঁদনি রাতের শেষে

সেদিন চাঁদনি রাতে সবুজের অন্ধকারে
     নিয়নের অস্থির আলোয়,
অ্যাকাডেমিক বিল্ডিং র নিবিড় হৃদয়কুঞ্জে
তোমার আমার নীরবতার অনুবাদ,
মিশেছিল চোখের অফুরন্ত নেশায় |

  হয়তো ভুল করে থাকতে চেয়েছিলাম
   তোমার হৃদয়ের উষ্ণ আত্মায় |
লজ্জাহীন ঠোঁট পান করতে চেয়েছিল অমৃতের স্পর্শ !
প্রথম দেখার কৃত্তিমতা
নিমেষে বাড়িয়েছিল স্পর্শের স্ফূটনাঙ্ক |

চুম্বক মেরুর মতো আমাদের বৈপরীত্য
তোমায় আটকেছিল মায়াময় মাঝরাতে |
বৃষ্টিভেজা আঁধার রাতের সিন্ধু
অচেনা তোমাকে চেয়েছিল
শতবর্ষের প্রেমহীন একাকীত্বে !

তারপর আজও চাঁদনি রাতের শেষে ,
অকারণেই তোমায় আগলে রাখতে চাই |



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন