২১ সেপ্টেম্বর ২০১৪

মিলন চট্টোপাধ্যায়

 পবিত্র জিঘাংসা

ক্লান্ত সাপুড়ে খা খা রোদে খুঁজে চলেছে সাপ । 
ফুলগাছের গোড়ায়  
গর্ত চিনে নিচ্ছে অভ্যস্ত চোখ । 
গাছে ফুটে আছে লাখো সুগন্ধি ফুল  
                    তবু নির্বিকার সে মানুষ !  

উঠে আসছে কালনাগ, উঠে আসছে মৃত্যু  
বাঁশি বাজছে, ক্রমশ  
             সাপুড়েই হয়ে উঠছে সাপ !  

ধুনো দিচ্ছে শোভন সমাজ আর  
নাচছে পাড়ার মহীয়সী পাগলী  
একাকার হয়ে যাচ্ছে ~ 
       সাপ, সাপুড়ে, পাগলী ! 

রক্ত ঝরছে মুখ দিয়ে 
আর সেই রক্ত  
পবিত্র জিঘাংসায় পান করে 
   সাবালক হয়ে উঠছে সমস্ত শিশুরা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন