২১ সেপ্টেম্বর ২০১৪

মনসুর আজিজ

প্রিয় স্বদেশ আমার

স্নিগ্ধতায় মেলে ধরি ভোরের জানালা
আমপাতার সৌরভ নাকে আসে সবুজ চায়ের মতো
পুবালি কুসুম আভা চায়ের কাপে যেন জ্বাল দেয়া ঘন দুধের সর
ঠোঁট ছোঁয়াতেই দুঠোঁটে লেগে যায় প্রকৃতির স্বাদ
সবুজ ঝালরের মতো দুলছে নারকেল পাতা
উঁচু ভবনের ফাঁক দিয়ে, জিরাফের মতো মাথা বাঁকিয়ে

এই ইটের উষ্ণতায় ওরা যদি ভিজাতে পারে সুদৃঢ় পায়ের পাতা
দেয়ালের রস শুষে পায় যদি সূর্যের সাক্ষাৎ
হতে পারে যদি বিরহী পাখিদের ঠিকানা
তবে আমিও পারি-
নদীর মতো আগলে রাখতে নৌকা
আকাশের মতো আগলে রাখতে সূর্য 
বৃক্ষের মতো আগলে রাখতে প্রকৃতি
নারীর মতো আগলে রাখতে গৃহ
দেশপ্রেমিকের মতো আগলে রাখতে প্রিয় স্বদেশ আমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন