০৪ অক্টোবর ২০১৪

সানাউল্লাহ সাগর


প্রেমতলা



প্রেমতলার যুঁতসই একটা গল্প ছিলো যা আসমানে উড়ে জমিনেও হাঁেট

কিন্তু দূভাগ্য কাকড়ার নকশীকাথা ছাড়া আর কিছুই পেলাম না শুধু

নড়িয়ার বুক পকেটে পুরানো অর্থের অজ্ঞাত বসবাস আর আফ্সোসের

সিথানে র্নিঘুম নাবালক প্রেমিক


তখনো নায়িকাকে খুঁজে পাওয়া যায়নি জাজিরা- নাওডুবায় তাও

প্রেমতলার শরীরে মোলায়েম স্পর্শে কামের উষ্ণতা জেগে উঠেছিলো

অশরীরী মাদকতায় হেসেছে ঘাসের ডালপালা


এরপর থেকে বিবস্ত্র প্রেমতলার বুকজুড়ে স্বপ্ন স্বপ্ন ঘুম মুছে গেলো আর

শান্ত উরু জুড়ে সহাস্যে তাকিয়ে থাকলো সমুদ্রের ঢেউ আজকাল আমার

চিন্তাজুড়ে শুধুই প্রেমতলা- বিয়োগে বিয়োগে দেউলিয়া যে টালীজীবন

তাকে প্রেমতলার গল্প শুনাই আর ছইহীন মনের নাওয়ে জোছনার

কামকলা আঁকি







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন