০৪ অক্টোবর ২০১৪

রৌপ্য রায়


একুশ বছর আগে
              

একুশ বছর আগে
জন্মের আঁতুর ঘরে দেখেছি তোমায়
জানালার গারদ ভেঙে এসে বসেছিলে পাশে
রুপকথার গল্পের মতো
মায়ের আচঁল সরিয়ে মিশে ছিলে অঙ্গে তৃপ্তির তারুন্যে
একুশ বছরের নারীর মতো
আমি তখন নবজাত শিশু
চোখ চিরে দেখে ছিলাম স্বপ্নের মতো ।।
আজ আতুঁর ঘর ভেঙে উঠেছে অট্টালিকা জানালার গারদ নেই
কংকিটে বাঁধানো মস্ত দেওয়াল
মা নেই
তুমি আসো না
প্রতি রাতে চোখ চিরে দেখি আকাশে
তোমার তৃপ্তি তারুন্য ।।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন