০৪ অক্টোবর ২০১৪

মিলন চট্টোপাধ্যায়


অষ্টম নরক


পাঁচশ টাকায় আমার আজকের সন্ধ্যা 
স্বর্গ হয়ে গেছে !
রোজ ভালোবাসার অপেক্ষায় থেকে যা
                           অষ্টম নরক হয়ে থাকে

লাইব্রেরী যাই না বলে 
আমার মননে এখন বই নেই কথা নেই  
আছে নয় রুপী বৌ ! 

সাট্টা যারা খেলে তারাই এর যথার্থ জানে ! 

আমার বুকে শব্দ তার মোহজাল বিছিয়েছে  
আমার মাথায় একলাখ বোমা

পরকীয়া করার আগে চিনতো সবাই  
প্রতিজ্ঞা রক্ষা করার আগে 
চিনিয়ে দেবো বলে
  অস্ত্রে, শান দিচ্ছি এখন ! 

দেবী, তোমার বুকের মাপ
একা আমি কেন ? 
            এইবার জানুক সবাই !











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন