০৪ অক্টোবর ২০১৪

মনসুর আজিজ


রঙিন প্রজাপতিগুলো


রঙিন প্রজাপতিগুলো উড়ছে ডানা মেলে
লাল নীল ফ্রক পরে
প্রজাপতির আঙুল ছুঁয়ে যায় সবুজ ঘাসের ডগা
ঘাসপরী জেগে ওঠে ঘুম থেকে
বর্ণিল প্রজাপতিনৃত্য শুরু হয় ভোরের রক্তিম আভায়
সোনালু হলুদের মতো, কৃষ্ণচূড়ার লালের মতো ফিতা পরে
মাঠ জুড়ে নাচতে থাকে কিশোরী প্রজাপতিগুলো
মধ্যদুপুরে, বিকেলের লালিমায় প্রজাপতি গান গায়
সুর তোলে প্রকৃতির ডাকে
কবিতার কোরাস কাঁপনে ছন্দে হাসে গাছের পাতারা
প্রজাপতির মেলা বসে গ্রামে-শহরে-শহরতলীতে
ইস্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে আসে বহুবর্ণিল প্রজাপতি

ডাইনিরা জেগে ওঠে ঝোপের আঁড়াল থেকে
প্রজাপতি ধরার উন্মত্ত খেলায় মেতে ওঠে তারা
শকুনের দৃষ্টি খোঁজে কিশোরী প্রজাপতি
ধারালো নখর, বিষাক্ত ঠোঁট দেখে প্রজাপতির কচি মনে জেগে ওঠে ভয়
একসাথে হামলে পড়ে শকুনের ঝাঁক
ক্ষত বিক্ষত হতে থাকে নরম প্রজাপতিগুলো
অশ্রুতে ভিজে যায় ঘাসের ডগা
প্রজাপতি বন্দি হয় অহরহ
প্রতিদিন কিশোরী প্রজাপতি চলে যায়
সংসদে, বঙ্গবন্ধু এভিনিউ... রাজনীতিকের গোপন কামরায়
দাঁতাল কামড় বসে প্রজাপতির তুলতুলে শরীরে
ভয়াল রাতের শেষে-
প্রজাপতির ছিন্নভিন্ন রঙিন ডানাগুলো
পুরাতন ফ্রকের মতো পড়ে থাকে ডাস্টবিনে





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন