০৯ মার্চ ২০১৬

গার্গী মুখার্জী

বাংলা 

বাংলা আমার মনের ভাষা
বাংলা জুড়ে সকল আশা
মনের সুখে আপন মনে
বাংলায় গান গাই ।

বাংলা প্রথম না ফোটা স্বর
বাংলা শেখা প্রথম অক্ষর
সুরের টানে বাংলা গানে
আপন তরী বাই ।

অন্য কারও হাত ধরে আর
অন্য কোথায় যাই ?
বাংলা  গানে মন ভরে যায়
বাংলা পড়ে হৃদয় জুড়ায় ।

বাংলা সে যে আমার আপন
দাপট দিয়ে করব গ্রহণ
বাংলাতে তাই সুর বেঁধেছি
বাংলায় কাঁদি হাসি ।

আপন মা তো মা-ই হয়
অন্যরা মাসি পিসি,
বাংলা আমার জীবন বাতাস,
বাংলাকে ভালবাসি ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন