০৪ অক্টোবর ২০১৭

কবিরুল ইসলাম কঙ্ক

হল্লা বোল

কাঁপছে শহর, কাঁপছে গ্রাম
ভূতের মুখে পুতের নাম ।


সেসব গাঁয়ে ফুটছে ফুল
রং বাহারে মনের ভুল ।


তল্পি তল্পা সবই থাক
যেমন পারো বাজাও ঢাক ।


ঢাক বাবাজি দারুণ বাজে
বাজনা থাকে আপন কাজে ।


কাজে খুবই গন্ডগোল
চলছে দেশে হল্লা বোল ।


খাচ্ছে এবং মারছে ল্যাং
খেলছে তবু মচকে ঠ্যাং ।


বস্তা বন্দি সস্তা বুলি
যেমন খুশি দিচ্ছে খুলি ।


আমরা হবো ডিজিটাল
নাচছে হাজার পঙ্গপাল ।


টাকার খেলা চলছে বেশ
চলছে নাটক, চলছে দেশ ।


নতুন দিন মেলছে চোখ
সবার শুভ, মঙ্গল হোক । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন