০২ সেপ্টেম্বর ২০১৬

সংগীতা বন্দোপাধ্যায়(ঘোষ)

আষাঢ়ে কবিতা

আমার আষাঢ় বৃষ্টি আনে
   আমার আষাঢ় সবুজ
তোমার আষাঢ় বড় অসহায়
    তোমার আষাঢ় অবুঝ

আমার আষাঢ় যখন তখন
   জানালায় উঁকি মারে
তোমার আষাঢ় হঠাৎ এসে
   তোমাকে নাকাল করে

আমার আষাঢ় জল থৈথৈ
   সখের ভিজতে চাওয়া
তোমার আষাঢ় না চাইতেও
   অকারন ভিজে যাওয়া

আমার আষাঢ় ভোগ বিলাসে
     কবিতা লিখি খাতায়
তোমার আষাঢ় ঘর ভাসালো
     কান্না চোখের পাতায়
  
আমার আষাঢ় খিঁচুড়ি ইলিশ
    আমার আষাঢ় মিষ্টি
তোমার আষাঢ় উনুন ভিজে
    লুকোনো খিদের সৃষ্টি

আমার আষাঢ় ঠান্ডা আমেজ
     রাতের ভালো ঘুৃম
তোমার আষাঢ় শীতে কেঁপে ওঠে
      রাত জাগা নিঃঝুম

আমার আষাঢ় মনে দেয় দোলা
     প্রেম আনে কত বুকে
তোমার আষাঢ় বুক ভিজে যায়
     ভাঙা ঘরটার দুখে

আমার আষাঢ় চাইনা আমি
     চাইনা আমার থাক
তোমার আষাঢ়  চাইনা আমি
     আষাঢ়টা যায় যাক




1 টি মন্তব্য: