২৬ জানুয়ারী ২০১৫

কবিরুল ইসলাম কঙ্ক

নেই নেই নেই 

পাড়ায় ধুলো মাঠ নেই
বই খাতাতে ভর্তি ঝুলি
পড়ার মতো পাঠ নেই । 

মানুষ আছে জন নেই
স্বার্থ নিয়ে বেঁচে থাকা
মনের মতো মন নেই ।

সবুজ পাতার বন নেই
কালো মেঘের আকাশ আছে
বৃষ্টি কথার পণ নেই ।

ভাবার কোনো শেষ নেই
মাথায় যখন টাকার কথা
রূপকথাদের দেশ নেই ।

পুকুর ভরা মাছ নেই
মাঠ ছেড়ে হাঁটছে চাষি
মায়ের স্নেহ কাছ নেই ।

সোনার বরণ খেত নেই
চারদিকেতে দূষণ ভারি
আলাদিনের প্রেত নেই ।

মিষ্টি সুরের গান নেই
চলছে জীবন সরলরেখায়
বাঁচার মতো প্রাণ নেই । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন