২৬ জানুয়ারী ২০১৫

নাসের হোসেন

অক্ষরনামা


মাটির টুকরোর মধ্যে কত যে অক্ষর মিশে আছে
মাঝেমাঝে ভাবি এইসব অক্ষরগুলোকে সাজিয়ে
যদি অন্যরকম কোনো আকাশ দেখতে পাওয়া
যেত, যদি পাওয়া যেত ভিন্ন সুগন্ধের বাতাস
এবং অবশ্যই সেসব উঠে আসতো পুরোনোদিনের
আবহ থেকে, মাটির সোঁদা গন্ধের কাছে নতজানু
হই, এখানেই, এই পঞ্চ ভূতে মিষে আছে কত
কোটি মনুষ্য-পরম্পরা, কত কোটি জন্তু-পরম্পরা,
কত কোটি উদ্ভিদ- পরম্পরা, অজস্র অক্ষর উপছে ওঠে । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন