২৬ জানুয়ারী ২০১৫

সমীরণ ঘোষ

কস্মিনকাল


চিলতে চিক্কুরধ্বনি, তুমি কবেকার না-ফোটা ডিমের শতভাগ
নীচে আমারই মাংসের পাটা, নুনজলে জারানো সময়
যদি কস্মিনকালেও জাগে ভ্রূণ, চিরাগ জ্বলছে
বাতিস্তম্ভ নুয়েবেঁকে যাত্রাগহিন ওই স্রোতের পাষাণ

যদি কস্মিনকালেও ডানা ফোটে দিগন্তের বেগানা রেখায়
নীচে থেকে তাপ দিই, আমারই মাংসের, পূর্বপুরুষের ক্রমশ্রম তাপ
তামা ও ব্রোঞ্জের রাত । কিমাদেহে ঝরে যায় নিশিদগ্ধ পুবের রবার 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন