২৬ জানুয়ারী ২০১৫

কাজল চক্রবর্তী

অক্ষর জন্মের অধিকার


একটা ঘাসের ওপরে জেগে আছো ফুল
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পাখিরা উড়ে গেল ---
ঘাসফুল তুমি একা
আমার হাত ভিজে আছে শিশিরের জলে
তোমাকে ছুঁতে ভয় হয়
তোমার নিকটে গেলে অভিমান তপ্ত হয়ে ওঠে
ভয় হয়, এই দূরে বসে দেখা ঘাসফুল ---
যদি নুয়ে পড়ে পুত্রস্নেহে ;
তবে আমার অঙ্গীকার --- !
আমি দূর থেকে দেখি তোমার পৃথিবী
অক্ষরজন্ম দান করেছো তুমি

এই হাত ছুঁয়ে শেষ জল-বিন্দুর
লাল শিখা পৌঁছে যাবে তোমার শীতল দু-ঠোঁটে
অধিকার আমি কাউকে দেব না । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন