০১ জুন ২০১৫

জৈদুল সেখ

প্রেমাত্মা
সে, যে যন্ত্রণাই হোক
তোমার কাছ থেকে পাইনি কক্ষনো 
ঘোর বর্ষা হোক কিংবা গা জ্বলা রৌদ্র
আমাকে কেবল ভালবেসেই গেছো। 
আর আমি - নির্মমভাবে অবলীলায় 
জীবনের সব যন্ত্রণা চাপিয়ে দিয়েছি, 
তোমার নিস্পাপ মনের কোঠায়।

একবারও ভাবিনি - নিভৃতে নিরবে
শত আঘাত সয়ে সয়ে কেঁদে কেঁদে
স্বচ্ছন্দে আমায় ভালোবেসেই গেছো!
আজ যত মনে পড়ে, ততই যন্ত্রণাকর! 
ক্ষমা করতে পারছিনা নিজের ভুলকে ;
তোমার ভালোবাসার কিরন দাউ দাউ করছে
আমার হতচ্ছাড়া হৃদয়ের গভীরে, অন্তরে।
হয়তো আমি ক্ষমা পাওয়া যোগ্য নই
কিন্তু শুধু একবার পাপ মোচনের সুযোগ দাও।
ভালোবাসাকে ভালোজীবনে ফিরতে দাও। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন