০১ জুন ২০১৫

গার্গী মুখার্জী

ট্রেন চলেছে 



ট্রেন চলেছে  ঝিকিঝিকি 
রোদের পরশ গায়, 
কত দেশ ঘুরে ঘুরে
কোথায় শেষে যায় ?


ট্রেন চলেছে ঝড়ের বেগে
উড়িয়ে ধুলো  বালি
কখনো সে বোঝায় ভিড়ে
কখনো  বা খালি


ট্রেন চলেছে বৃষ্টি ঝড়ে
রাতের  পর দিন,
পথ বড় কঠিন, কঠোর,
বিরামসে তো  ক্ষীণ


ট্রেন চলেছে আপন তালে
আপন ছন্দে সুরে,
বিরাম স্থিতি সব ভুলে তাই,
যাবেই যাবে দূরে। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন