০১ জুন ২০১৫

কবিরুল ইসলাম কঙ্ক


চিঠি

আগের বছর চিঠিতে বৃষ্টি পাঠিয়েছিলে
ক্যাম্পাসের চিলতে রোদে একঝাঁক স্পর্শ
স্পর্শন পাঠ্যবইয়ে । হিমঘরে রাখা আছে
সেইসব রঙধনু  অধ্যায়

এবছর বৃষ্টিতে বাষ্পের ছলাকলা কৌশল
মুখ বুজে ক্লান্তির ঘনঘোর মেঘ
বারান্দায় কারও দেখা নাই
পোস্টম্যান, চিঠি দিয়ে যাও

পরের বছর কোথায় পাঠাবে চিঠি
আমার ঠিকানা আবার পাল্টেছে
বৃষ্টি চিঠি আমাকে ভিজিয়ে দিও
যেখানে দেখবে সার্কাসের তাঁবু 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন