০১ জুন ২০১৫

তাহির হাসান মহম্মদ সফি

করুণাময়ী 
জননী আমার জননী জন্মভূমি 
ওমা কষ্টে আছো তুমি ?
আঁখি সম্মুখে ঘটছে যেসব
শয়তান দলের নৃত্য
কাল যে তোমায় হার মানাল 
বাধ্য হয়ে ভৃত্য
কখনও তুমি মাতৃরূপে 
কখনও প্রনয়ণী
কখনও আবার স্নেহময়ী
ভগিণী রূপে চিনি
ওগো মাতা , তুমি ওগো ছিলে বলে 
অধম গুলো জনম নিলে 
লালন পালন করলে তারে 
শত যন্ত্রণাতে
পরিশেষে একি পেলে 
ঘরে-বাইরেতে 
ধর্ষণ চরে গেল চলে 
কেউবা বৃদ্ধাশ্রমে
তবুও তোমার অশেষ মায়া 
অসীম তোমার করুণা 
নয়ণ জল লুটাও তারে 
যতই দিকনা যন্ত্রণা । 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন