০১ জুন ২০১৫

শুভঙ্কর ঘোষ

এই মেয়েটি 



দুরন্ত ট্রাম হলুদ বিকেল 
রাত্রি নিকষ কালো ,
অজ পাড়াগাঁয় শাড়ীর আঁচল
এই মেয়েটি ভালো

এই মেয়েটি জাগরণের
মিছিল পায়ে হাঁটে,
এই মেয়েটিই জলকে চলে
শহরের স্নানঘাটে

ভোরের পাঁপড়ি,জলীয় বাষ্প 
চোখের তারায় মেশে,
এই মেয়েটিই নাট্যমেলায়,
উজ্জ্বল বিদ্বেষে । 


আমার চোখে নতুন ভাষায়
নতুন কাব্য হয়ে,
এই মেয়েটিই বনলতা
পদ্মাপারের মেয়ে




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন