০১ জুন ২০১৫

গুচ্ছকবিতা- সৌরভ হোসেন

ঝরাফুলের হিসেব


কটা ঝরা ফুলের হিসেব  রাখে গাছ......একটাও না
পাতা ঝরার নিশ্বাসও গায়ে মাখেনি কখনও
শুকনো পাতার মৃত্যু-গন্ধ শুঁকে যে প্রেম....
সেও কখনো রং মাখেনি
হিসেব রাখি আমি
রংও মাখি আমি
শুধু শ্বাস মাপার উত্তরাধিকার নেই আমার
কারন......
প্রেমের খোসা ছাড়ালেও
আমি কখনও প্রেম খুন করিনি। 


প্যান্টের চেন
আমার প্যান্টের চেনে .......
   
একটা স্বপ্ন আটকে আছে
পাছা ঘষটানো বুজরুকদের ব্লাউজ
উদরানোর         লোকলজ্জায়........
থুতু ফেলতে পারছে না

চুঁইয়েই যাচ্ছে ধরমের পোটা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নদীর তহবোনে
ছ্যাচ্ছাড় করে মুতা' কথা ছিল তার  


রোদ্দুর রঙ

এই রঙই তো এতদিন ছুঁতে চেয়েছি আমি
রঙ মেখে হতে চেয়েছি রোদ্দুর
শুধু বদলে গেছে তোমার ঠিকানা
তোমার আকাশ তোমার ভেজা শরীরের উত্তাপ 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন