১০ জুলাই ২০১৫

শুভঙ্কর ঘোষ

যে নারী আমার 


যে নারী মেঘমল্লার জানে; তার জন্যে  
আমার দরজা খোলা, 
অনুদিন বর্ষাশেষে রাতের বুকে নামবে  
সত্তা আপনভোলা  

যে নারী প্রদীপ জ্বালে সাঁঝে, আমার  
ঘরের অন্ধকারে, 
আর্দ্র ছায়াপথের গন্ধে আমার  
একান্ত ঘুম কাড়ে  

যে নারীর বুক আপনিই কেঁপে ওঠে 
তীব্র জলোচ্ছ্বাসে, 
সে ছোঁয়ার মেয়ে পরিণাম লেখে 
উষ্ণ ক্রীতদাসে  

যে নারী ছড়ায় ভোর-গোধূলির আলো 
সংকীর্ণ গহ্বরে, 
এলোমেলো করে শিথিল প্রণয়, পুরুষের 
স্নিগ্ধ চরাচরে  

যে নারী রোজ জলপথ আর বায়ুপথ হয়ে 
আমার মন-পথে, 
সহস্রমুখী  মননের  রঙে  মিশে 
হৃদয়ে বাঁচে কোনও মতে  

যে নারী তেজ-দীপ্ত আকাশের কেন্দ্রে 
বৈশাখী ঘোষণায়, 
ঘরের প্রান্তে ক্ষীপ্র দুচোখে  
একাকীই বসে নেয়  

সে নারী আমার, শুধুই আমার 
কর্তৃত্বের রেশ, 
পৌরুষ ঢালে স্নিগ্ধ ভূমিতে এখনো 
তীব্র নারী-দেশ  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন