১০ জুলাই ২০১৫

দীননাথ মণ্ডল

হিয়ার মাঝে 


নির্ঝর দৃষ্টি শত  আলোকবর্ষ  পেরিয়ে 
ক্ষুধার বিতল তৃষ্ণায় 
মনের অবিরত প্রেষণায় 
ফল্গুধারা রবে ছুটে কেন্দ্র ছাড়িয়ে 

দিগন্ত প্রসারিত অভ্রভেদী উন্মুক্ত বাহু 
খোঁজে ভাষা নীলচোখে 
কাঁপা কাঁপা বুকে 
মৃগমদ চেতনার বুভুক্ষ রাহু 

কুয়াশা শরীরে চন্দ্রালোকের বিভূতি 
পদ্মলোচনে অনুপমা 
অপরূপের উপমা 
শিহরণে তুলে শরৎ মেঘের স্মৃতি 

দু'নয়নের ছলোছলো অভিমানে 
গোধূলিবেলার চঞ্চু 
রবে নীরবে না বলে কিছু 
ভাঙাবো মান মধুর বাক্যবাণে 

হিয়ার পরশে হিয়া মোর তরে 
মিলিবে একসাথে 
নয়নের সম্পাতে 
খুঁজিব মোর শত জন্মের প্রিয়ারে 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন