১০ জুলাই ২০১৫

ইন্দ্রনীল

সাপ্তাহিকী 

. 
হাসির মতো এস 
বৃষ্টি প্রণয়ে 
কান্নার জল ধরে রাখার পাত্র নেই আমার  


. 
চোখ বড় না হৃত্পিণ্ড 
এখনো জানিনা  
শুধু জানি যেটুকু অসুস্থতা 
সেটা চোখে 


. 
প্রতিদিন সাক্ষী থাকি   
বিকেল-সন্ধ্যের মিলনের 
পাতা ঝরে যাওয়ার আওআজ শোনা যায় না 


. 
এলাহাবাদের সঙ্গমের প্রসঙ্গ সামনে আসতেই 
মনে পড়ল 
এবার গঙ্গা আরতি শুরু হবে 
কত শত বিকেল হারিয়েছে -তটে 


. 
জীবনের কাছাকাছি ফিরে এস কখনো 
চারাগাছ এখন মহীরুহ 
তোমার জন্য যে ছায়ার আয়োজন 
সেখানে এসে চোখ ছুয়ে যেও আমার 


. 
ডাকনামে ডেকো আমায় 
পূর্নিমা-জ্যোত্স্না-চাঁদ 
তিনটেই অভিন্ন 
শাশ্বত আমি 
আগে যা ছিলেমএখনো তাই...  


. 
ফটো-ফ্রেমে বাঁধানো ছবিটা লালচে এখন 
তবুও.... 
ছোট ছোট ঢেউ- ভেসে যেতে চাই একবার 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন