১০ জুলাই ২০১৫

গার্গী মুখার্জী

বৃষ্টি পরশ 


বৃষ্টি মেঘের পরশ মেখে 
সিক্ত মন প্রাণ 
সবুজবনে লাগল দোলা 
এলো খুশির বান 

মেঘ জেগেছে আপন ঢংয়ে  
আপন সুরে তালে,
বর্ষারানি ভুবন মাতায় 
আপন রূপের জালে 

চিকনপারা কচিপাতা 
পুকুর ভরা জল, 
নদীর বাঁকে জলের দোলা 
ছুটছে কল কল 

বর্ষারানি প্রেমের খেলায় 
ভুলে আপন পর 
মেঘের বুকে স্তর জমিয়ে 
বানায় নিজের ঘর  






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন