১০ জুলাই ২০১৫

সেঁজুতি ভট্টাচার্য্য

ছদ্মবেশ 


মেঘের ভেতর তোমার জলছবি 
      জল পড়ে, 

                    আমি অঞ্জলী ভরি 

জল ধরিস্নান করি নব ধারাপাতে 
                  তবু তৃষ্ণা মেটে কই ? 


ফিরে এসো তুমি 
    বিকালের রোদপোড়া ছায়াহয়ে 

তুমি বীর্য ধারন করো 
    আমি দাঁড়িয়ে রয়েছি 

তোমার ভেতর শত সহস্র গাছ লুকিয়ে আছে । 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন