০২ ডিসেম্বর ২০১৬

মন্দিরা ঘোষ

উপন্যাসের মতো

প্রতিটি দিন এখন উপন্যাসের মতো,
সিনেমার কিছু না বলা সংলাপ;
সকালের রোদের মত স্পষ্ট  নয় যদি
সবুজ মাঠের নষ্টালজিয়ায় হারানো রাজপ্রাসাদ।

আমি দেখি বা না দেখি তোমার হাত
আমার চোখ  তবু দেখে,
পথ জুড়ে পড়ে থাকে মায়া মায়া আলো,
শিশিরে ধুয়ে দেয় জোনাকির সুখ।

আমি দেখি বা না দেখি তোমার মুখ
আমার চোখ তবু দেখে,
ধূসর  নির্মোক  ছেড়ে উঠে এলো
সুখ টুকু  শুষে  নিয়ে তিতিরের ঠোঁট।

তবু আমি দেখি বা না দেখি তোমার চোখ,
চোখ তবু দেখে যায়  অনন্ত অসুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন