০৯ মার্চ ২০১৬

সোহরাব উদ্দিন মণ্ডল

প্রথম চুম্বন প্রসঙ্গে ... 
                                       
তোমার ঠোঁট তোমারই আছে-
তোমার ঠোঁটে আমার ঠোঁট  মিলেছে,
একবার নয় বহুবার।
অস্থির ঠোঁটে জমাট রক্ত তোমার,
একবার নয় বহুবার।
তোমার ঘাড়ে-ঠোঁটে-গালে আমার উপস্থিতি,
একবার নয় বহুবার।
চাইনিতো অধিকার বলে-
গ্রাস করতে তোমার ঠোঁট,
তোমার ঠোঁট তোমারই আছে।
পড়ন্ত বেলার লিপিস্টিকে ভরেছে-
আমার ক্ষুধার্ত অন্ত্রাতিঅন্ত্র,
তোমার ঠোঁট তোমারই আছে।।

আজও কি তোমার ওই ঠোঁট
তোমারই আছে বন্ধু ?
শুনেছি, তোমার ওই ঠোঁটে
অধিকার ফলাতে এসেছে
কোন এক স্বপ্নের ফেরিওয়ালা ?
শুনেছি তোমার ওই দেহে
রোজ রোজ থাবা হানে
বাঘনখ দিয়ে?
একবার নয় বহুবার।।

আজও আমার ঠোঁট,
আমারই আছে -বেঁচিনি তো কাউকে।
এখন আমার অন্ত্র ভরে
লিপিস্টিকে নয়-
অ্যালকোহলের স্তরে,
একবার নয় বহুবার।
এখন আমার ঠোঁটে ঠোঁট মেলায়-
নিকটিনের জ্বলন্ত মশাল,
একবার নয় বারবার।।

আজও আমার ঠোঁট,
আমারই আছে -দিইনি তো কাউকে।
যে ঠোঁট ছুঁয়েছিল-তোমার ঠোঁটে,
প্রথম বারের জন্য এঁকেছিল-
সাদা ক্যনভাসে সন্তত চুম্বন,
একবার নয় বহুবার।
তবুও, আজও আমার ঠোঁট,
'তোমারি' আছে দেব না তো কাউকে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন