০৩ আগস্ট ২০১৬

স্বপন ব্যানার্জী পূর্ণপাত্র

পয়মন্তী

কতকাল হারিয়ে গিয়েছ তুমি
ফিরানো সেই ফটো দেওয়ালে রয়েছে ঝুলে,
অযতনে ধুলা ধুসরিত কাচে ঢাকা
ফ্রেমে
অশক্ত দুর্বল হাত পায় না নাগাল,
ভুগছি বিপন্ন  বিস্ময় এক রোগে
শুধু আমি নই একা, জীবনানন্দ আরও অনেকে ---
বলবো তোমাকে যদি পাই দেখা
সব আছে কিছু নাই কারে যেন
খুঁজি তাই, হয়তো তোমাকে !
হয়তো সবুজে ঘেরা ছোট সেই গ্রাম ---
ঘরের দাওয়ায় বসে চাল বাছো তুমি,
বৌকথা পাখি ডাকে আমের ডালে,
হিজলের ডালে নাচে দোয়েল কোয়েল
কথা কিছু নয়, ঝিমায়ে পড়েছে সারাটা
দুপুর
আড়চোখে চেয়ে দেখ রয়েছি

দাঁড়িয়ে যুগ যুগ ধরে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন