০৩ নভেম্বর ২০১৬

গার্গী মুখার্জী

ছড়াছড়ি

ছড়ার আমি ছড়ার তূমি
ছড়ার ছড়াছড়ি
ছড়ার মাঝে ভেসে বেড়াই
ছড়ায় খেলা করি।

ছড়া আমার ছড়া তোমার
সবার মনের রাজা,
ছড়া ছাড়া বেঁচে থাকা
সে যে বড় সাজা।

ছড়ায় হাসি ছড়ায় কাঁদি
ছড়ায় কথা বলি।
সুখ দুখে আনন্দেতে
ছড়ার সাথেই চলি। 

ছড়ার আমি ছড়ার তুমি
ছড়ার ছড়াছড়ি
ছড়া নিয়েই বেঁচে থাকি
ছড়ায় ভাঙি গড়ি।   


                     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন