০৮ ডিসেম্বর ২০১৪

জৈদুল ইসলাম

জ্যান্ত হতে চিঠি 


জীবনে কষ্ট ভরা যন্ত্রণা 
ও ভ্যাপসা অনেক স্বপ্ন কিন্তু এলোমেলো 
ধরে রেখো না
দেখে লাভ নেই ধ্বংস করো, পাথর করো 
বাঁচতে চাইছো, সংগ্রাম ছাড়াই 
চেষ্টাও করো না, মরে যাও নিজে থেকেই 
দেখবে মরবে না । 
তবে জ্যান্তও থাকবে না 
কেবল রয়ে যাবে  
সংগ্রামী রাতের কয়েকটা চুমু 
.... আর ....  
আর যার জন্য তুমি মরতে চাও 
সেই তোমাকে বাঁচিয়ে রাখবে 
হতে পারে কবিতা অথবা 
আমার মতো এঁটো চায়ের গ্লাস ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন