১৮ ডিসেম্বর ২০১৪

কবিরুল ইসলাম কঙ্ক


সুহৃদ, ফিরে এসো


সুহৃদ, বাড়ি এসো
তোমার জন্য বুড়ো মা বাপ ঘুমায় নাকো রাতে
হুলো বিড়াল মুখ দেয় না ঢাকা দেওয়া ভাতে

কোথায় আছো, সুহৃদ
ভালো মন্দ জানিয়ে শুধু একটি লেখো চিঠি
পুনে গোয়া পাটনা না বোম্বে দিল্লি সিটি

সুহৃদ, ভালো আছো তো
খবরবিহীন আমরা সবাই সত্যিকারের পরিসান
থমকে গেছে দেওয়াল ঘড়ি, বন্ধ আছে টেপের গান

ফিরে এসো, সুহৃদ তুমি
আড্ডাতে যাও তাস খেলো, মন দিও না কারবারে
ঘরে আসুক মধুমিতাই--- চাইবে তুমি যারে

সুহৃদ, তুমি কেমন ছেলে গো
বুদ্ধুরামের বুদ্ধি তোমার, কবে হবে মতি
একবারও কি পড়ে না মনে ছন্নছাড়া স্মৃতি    



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন