০৮ ডিসেম্বর ২০১৪

সেলিম জাহাঙ্গির

ষষ্ঠ ইন্দ্রিয়ে ভর্তুকি

.... না হলে যে ফেলা যাবে না
এক পা-ও
সমস্বরে চেঁচিয়ে ওঠে বিশ্ব
ঠিক, ঠিক .... , ঠি-ই-ক, ঠি-ই-ক ....
ভোগের তরলে ঠান্ডা হয়ে ওঠে
আগুন
লীনতাপকে বাজি রেখে
রাজকীয় খুনসুটি,
হালে পানি পায় না শীর্ণ নদী–স্রোত
যখন তখন পথ আগলায়
আগুনের হলকা
জনবিরল ষষ্ঠ ইন্দ্রিয়ে
অগত্যা ঢুকে পড়ে অচিন অনুঘটক





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন