১০ ডিসেম্বর ২০১৪

মোহাম্মদ সৌরভ হোসেন

মানুষপোড়া ছাই-এ গড়া মানুষ


মানুষপোড়া ছাই দিয়ে মানুষ গড়েছো কখনও ?
রঙ তো কতই নড়াঘাটা করলে। রঙ বদলের পালা
কত ঢিলই না ছুঁড়ল । মানুষপোড়া ছাই-এর গন্ধটা
আর কত শুঁকবে ? নদীও আর কত সহ্য করবে ?
এত উর্বরতা দিল নদী । সভ্যতা । ফসল । ডিঙি । আর  
তোমরা দিলে ছাই । ছাই পুড়লে কী হয় ? তারও
একটা নাম দেওয়া দরকার । প্রজাতি এবং
গোত্র – দুটোরি সেক্স থাকতে হবে ।
লিঙ্গ নির্ধারণ করার দায়িত্ব বেশ্যাদের ।
এত খোসা উদড়ানোর পিঁয়াজ, রাঁধুনিরও নেই ।
শ্মাশানে ছাইয়ের ঘাটতি পড়লে – মধ্যপ্রাচ্যে যেও
ক্ষেপণাস্ত্রে পোড়া ছাই আরও বেশি মানুষ মানুষ মনে হবে
কলমাপড়া গর্ভে কতই তো মানুষের জন্ম দিলে । এবার
মানুষপোড়া ছাই দিয়ে একটা মানুষ গড়ো । আর
সে মানুষটাকে জিজ্ঞেস করো --
সে আর কখন ও পুড়তে চায় কি না ?
মানুষপোড়া ছাই-এ গড়া মানুষ সম্ভবত ‘না’-ই বলবে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন