১৭ ডিসেম্বর ২০১৪

গোপাল বাইন

যাত্রী


একটি পালতোলা নৌকো যখন
নদীপথ ধরে তরতরিয়ে যায়
তখন নৌকো জানে না
পালের সাথে কত উদাসী
পাড়ের কত আনমনা-বিমনা রমণী
তার সাথে দূরে আরও দূরে
হারিয়ে যেতা চায় ।

নৌকো, নৌকোর পাল অথবা মাঝি
তারা এসব খবর রাখে না
যদি রাখতো
তাহলে আঘাটে নৌকো ভেড়ালে
কত কত যাত্রী পেয়ে যেত ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন