১৭ ডিসেম্বর ২০১৪

সমীরণ

হাওয়ার গায়ে লেখা


সেদিন ভোরে আটকে ছিল হাওয়া
আঁজলা বেয়ে নামে বিষাদ জল
ভুবনডাঙাও ঝাপসা হয়ে আসে
স্তব্ধ হল শহর, কোলাহল ....

এইতো সেদিন গুনগুনিয়ে গান
ক’দিন আগেও ‘দুপেগ ঢালো গ্লাসে’
সেদিন রাতেও নীরার কথা ভেবে
উৎকণ্ঠা বুকের নীচে ভাসে

মধ্যরাতে পোশাক গায়ে তার
ভীষণ গভীর অন্ধকারে বাস
থামলো এসব চোখের কিনার ছুঁয়ে
মৌন হল শাসনপ্রিয় শ্বাস

প্রিয় শহর ধুলি বসন গায়ে
ব্যালকনিতে একলা হয়ে যাওয়া
ছাইদানিতে রইলো পড়ে ছাই
উড়তে থাকে আটকে থাকা হাওয়া ....



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন