১৭ ডিসেম্বর ২০১৪

মোজাম্মেল সেখ

ঘরে ফেরা


বুকে ধরে অনন্ত আকাশ – থই থই
চোখের সাগরে – গাঁয়ের বুনো ঘ্রাণে
চেনোনি আমায় –
বনসাই বানাতে চেয়েছিলে রঙিন ব্যালকনিতে ।
উদাসি হাওয়ায় ফুটছে স্বপ্নের ফানুস 
একতারা বুকে আমি এখন গৈরিক মানুষ ।

দুরন্ত রাজপথ পাগলা হাওয়া
পড়ন্ত বিকালে তোমার বেসামাল শাড়ি
মাথা কোটো লজ্জায় ---
ছিন্ন উত্তরীয় তোমার মান ভাঙায় ।

সকালের মেঠো পথ – ধুপধাপ
ঘরে ফেরো দুঃসাহসী মেয়ে
লাজুক ঘোমটায় ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন