১৫ এপ্রিল ২০১৫

আজাদ বঙ্গবাসী

একটাই তো শরীর দেব কয় জনে

একটাই তো শরীর দেব কয় জনে
ঘুমের দাবিতে শরীরের ভাঁজ বিছনাগত হতেই 
তুষার ঝড়ের মত ঝরে অঝর কাব্যি
করোটির জেলে কাঁদে 
ভাত দৌরাত্মের অভিনয় 
আহাআরও একজন থাকে  
ভালোবাসায় চেয়ে
তার নাম মহাশয় নিবৃত্তে সে একা রয়...
দেহ ভাঁজ বিছনাগত হতেই ঘুমটানে....,কাব্যি টানে....., প্রিয় ইশারা টানে.....
ভেতরের একলা এক বাউল টানে...
এই একটা তো শরীর দেব আমি কয় জনে  | 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন