১৫ এপ্রিল ২০১৫

জৈদুল সেখ

তুমি কে 

তুমি কেউ না! না-জীবন, না - যৌবন!
তবে জীবন সংগ্রামে অস্বীকার করা যায় না
অস্বীকার করা যায় না-ফুল নিস্পাপ
তাই তোমার 'পর নির্ভর করছে আনেক কিছু,
অথচ তুমি বল -আমি তোমার কে!

কথা বলেছিলাম মৌ-এর সাথে -
মুখ দেখবেনা ফুলের, বসবেনা তার উপর ;
উত্তরে বলেছিল -
বঞ্চিত করার আগে আমাই দগ্ধ করো ;সেই ভালো!
তাই বলে বিসর্জন দিতে পারব না -
নন্দনের রূপ-রস-গন্ধকে

এবার তুমিই বলো -আমি তোমার কে?
সমুদ্রের স্রোত যতই দূরে যাক, হারিয়ে যাক কোটি বার,
ফিরবেই সে ফিরবে -অনাবিল আনন্দে, তৃপ্তির সেই কূলে
আসল দুঃখ কী জানো -
চমৎকার প্রেম নিয়ে জম্মেছি-অথচ
আসহ্য বিরহ নিয়ে বিদায় নিতে হয় …!!! 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন