১৫ এপ্রিল ২০১৫

মৌসুমী রায় ঘোষ

এলাডিং-বেলাডিং

গাছের পাতা চুঁয়ে সময় 
রাত নিশিফাঁদ জেগে
পেঁচকগোলক ঘোরে লক্ষ্মীর খোঁজে
আত্মহনন শৌখীনতা হয়
শিল্প প্রদর্শনের খেলা ।
রামধনু বেয়ে কবিতারা নেমে আসে
এলাডিং-বেলাডিং রং থেকে রং
আকাশপার্ক - মেঘভেলায় মেঘবালিকা
দাবার মনচাল গোপন রাখার চেষ্টা
ছেদ দৈনন্দিন জীবনদাঁড়ি
চালটেপা পরীক্ষা। শৈশবক্রন্দন
ডুবে মরে জল 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন