১৬ এপ্রিল ২০১৫

গার্গী মুখার্জী

রাঙামাটি 


 
এই মাটিতে জন্ম আমার 
এই মায়েরই কোলে, 
প্রথম সেদিন কেঁদেছিলাম 
তাকেই মা মা বলে । 
হামাগুড়ি পায়ে চলা 
সবই তার বুকে, 
খেলাধূলা নাচ গান 
কেটেছে দিন সুখে । 
ছোটবেলার পুতুলখেলা 
ঝালঝাপ্পার গাছ, 
বাঁশবাগানের মর্মর সুর 
মাটিগন্ধের কাছ । 
রাখালছেলের গরুর সাথে 
নগ্ন পায়ে চলা, 
রাঙামাটির রঙিন উড়ান 
সকাল সন্ধ্যেবেলা । 
রাঙামাটির পথের ধারে 
আকন্দ হাসি ফুল, 
তুলতে যাওয়ার তাড়ায় 
পড়াশোনায় ভুল ।
সারা গায়ে ধুলো মেখে 
খেয়েছি খুব বকা, 
এসব কথা মনে পড়ে 
যখন থাকি একা । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন