১৫ এপ্রিল ২০১৫

সৌরভ হোসেন

ঝরাফুলের হিসেব

কটা ঝরা ফুলের হিসেব  রাখে গাছ .... একটাও না
পাতা ঝরার নিশ্বাসও গায়ে মাখেনি কখনও
শুকনো পাতার মৃত্যু-গন্ধ শুঁকে যে প্রেম ....
সেও কখনো রং মাখেনি
হিসেব রাখি আমি
রংও মাখি আমি
শুধু শ্বাস মাপার উত্তরাধিকার নেই আমার
কারণ ....
প্রেমের খোসা ছাড়ালেও
আমি কখনও প্রেম খুন করিনি



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন