১৫ এপ্রিল ২০১৫

মহম্মদ সামসুর রহমান

বাঁধ ভাঙা নদীস্রোত

নদীর কূ্ল ছাপিয়ে যাচ্ছে
শুরু হয়েছে অসম্ভব ঢেউ
অসম্ভব তরঙ্গ স্রোত;
সারা শরী্র কুয়াশায় ঢাকা
শরী্রেও ভীষণ ঢেউ, ভীষণ তোলপাড়;
এক সময় নদী্র বাঁধ গেল ভেঙে
বয়ে চলেছে অনবরত নদীস্রোত
স্রোতে ভাসছে কবিতা - বিবশ পান্ডুলিপি ;
স্রোতে তৈরি হয়েছে কবিতার সঙ্গম,
জলের ওপর ছড়িয়ে আছে কবিতার আলপনা ;
গড়ে উঠেছে শব্দ তরঙ্গের সাম্রাজ্য
বিরাট বিরাট সব প্রাসা্দ ;
কখন বাঁধ ভাঙবে কেউ জানত না ;
ভেঙে গেলে কি আর করার আছে ?
সহ্য করতেই হয় কবিকে কিংবা
কবিতার সহৃদয় পাঠককে
স্রোতের নাম যে ব্যথা । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন