১৬ এপ্রিল ২০১৫

দীননাথ মণ্ডল

হয়তো  বা 

হয়তো বা আমিও তোমার মতো 
পথ চেয়ে বসে আছি 
বসন্তের অপেক্ষায় 
ভরা ফাগুনের মধুমাসে 
পূর্ণিমার ওই জ্যোৎস্না রাতে 
এক ঝলকের অপেক্ষায় 

হয়তো বা আমিও তোমার মতো 
কান পেতে বসে আছি 
সুরের প্রতীক্ষায় 
ছিন্নবীণার শেষ লয়ের 
হারিয়ে যাওয়া তরঙ্গের 
ভেসে আসার প্রতীক্ষায় 

হয়তো বা আমিও তোমার মতো 
হারানো ছবি আঁকছি 
মনের ধূসর গুহায় 
কোটি নক্ষত্রপুঞ্জের মতো 
আলোধারা জ্বলজ্বল করে 
চির অপ্রাপ্তির বেদনায় 

হয়তো বা আমিও তোমার মতো 
অতলে ঝাপ দিয়েছি 
নিঃস্বার্থের চোখ বুজে 
লক্ষ আলোক বর্ষের 
বিদর্ভকালের 
শেষ ঠিকানার খোঁজে 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন