১২ ডিসেম্বর ২০১৫

কবিরুল ইসলাম কঙ্ক

রোজ যাই 

রোজ যাই    ইসকুল       রোজ যাই 
তবু কেন     করো এত     হইচই, 
মাঝে মাঝে   পেটে ব্যথা    হতে পারে 
কেন এত     বাড়ি জুড়ে     রই রই। 

ইসকুলে      শুধু লেখা    শুধু পড়া 
মাঝে মাঝে   দিদিদের    বকুনি, 
চিৎকার     মারামারি    হতে পারে 
সবেতেই     তোমাদের    ট্যাটানি। 

প্রতিদিন       এক ঘেঁয়ে      ইসকুল 
মাঝে মাঝে     মন চায়      উড়তে, 
সীমানার        সব বাধা    পেরিয়ে 
পরিদের        দেশে গিয়ে    ঘুরতে। 

রোজ যাই    ইসকুল     রোজ যাই 
যাবই তো    ইসকুল     বলছি, 
সব পড়া      করে দেব   এই নাও 
এক সাথে     সব বই      খুলছি। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন