১২ ডিসেম্বর ২০১৫

দীননাথ মণ্ডল

ফুটপাতে ওরা 

কেউ বলে ওরা বিদেশী কেউ বলে আদিবাসী 
তাই ওরা ফুটপাতে 
দয়া হলে দু'চারানা দেয় কেউ বা কখনও হাতে । 
মাথার উপর নীল চাঁদোয়া মুড়া বিশাল ছাদ 
দিনে সূর্য রাতে আলো দেয় চাঁদ । 
উচ্ছিষ্টের আঙিনায় জীবন খুঁজে দিনরাত 
কুকুরের সাথে মিলেমিশে চাটে সভ্যতার পাত । 
জীবন দুয়ারে দাঁড়িয়ে কেউ বলতে পারে না ওরা কী জাত 
নাকে রুমাল চেপে রাস্তা পেরোয় সভ্যতায় বাজীমাত । 
নগ্ন দেহে কয়লা পুড়া 
মানবের পান্ডুলিপি ওরা । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন